ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ক্রিকেট কমিটিতে আকরাম-মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
পাকিস্তান ক্রিকেট কমিটিতে আকরাম-মিসবাহ পিসিবির ক্রিকেট কমিটিতে যুক্ত হচ্ছেন মিসবাহ-আকরাম-ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) চলছে পালাবদলের মৌসুম। বোর্ডের চেয়ারম্যান হিসেবে আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি নিয়োগ পাওয়ার পর এবার ক্রিকেট কমিটিতে যুক্ত হলেন ফাস্ট বোলিং গ্রেট ওয়াসিম আকরাম ও সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

পিসিবির নতুন ক্রিকেট কমিটিতে ওয়াসিম আকরাম ও মিসবাহ’র পাশাপাশি কমিটির প্রধান হিসবে নিয়োগ পেয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার মহসিন খান। এখন থেকে জাতীয় দলে নির্বাচক নিয়োগ থেকে শুরু করে জাতীয় দলের কোচ ও ঘরোয়া ক্রিকেটের দেখ-ভালও করবেন তারা।

পিসিবি প্রধান মানি জানিয়েছেন, এই কমিটি পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেট দলের প্রধান নির্বাচক এবং কোচদের সঙ্গে বছরে তিনবার মিলিত হবে। এছাড়া আম্পায়ার, রেফারি ও পিচ কিউরেটরদের সঙ্গেও বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।