ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মান রক্ষার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
মান রক্ষার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ টস। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্মান রক্ষার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া করেছে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সম্মান রক্ষার ম্যাচ।

তাই হোয়াইটওয়াশ এড়ানোর চাপ নিয়েই শেষ ওয়ানযেতে বুধবার (৩১ জুলাই) মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচে একদিকে বাংলাদেশ তাদের সদ্য প্রয়াত দেশের প্রথম অধিনায়ক শামীম কবিরের জন্য খেলবে, অপর দিকে শ্রীলঙ্কা ম্যাচটি খেলতে নামবে নুয়ান কুলাসেকেরাকে সম্মান জানাতে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেসার।  

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কার একাদশ: 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অভিষেক ফার্নান্দো,  কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাশুন রাজিথা ও লাহিরু কুমারা।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।