সিরিজের তিন ম্যাচেই লজ্জাজনক হারে সবমিলিয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সফর শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০।
বাংলাদেশের রেটিং পয়েন্ট কমলেও বেড়েছে শ্রীলঙ্কার পয়েন্ট। বাংলাদেশের চেয়ে এক ধাপ নিচে থাকা লঙ্কানদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮২-এ। সিরিজ শুরুর আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ৭৯।
এদিকে শীর্ষে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্টও বেড়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ পাওয়া ইংলিশদের ২ রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫-এ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট (১২২) আগের অবস্থানেই আছে।
র্যাঙ্কিংয়ে অবস্থানের নড়চড় না হলেও ১ রেটিং পয়েন্ট করে বেড়েছে অস্ট্রেলিয়া (১১২) ও নিউজিল্যান্ডের (১১৩)।
ওয়ানডে র্যাঙ্কিং | দল | রেটিং পয়েন্ট |
০১ | ইংল্যান্ড | ১২৫ |
০২ | ভারত | ১২২ |
০৩ | নিউজিল্যান্ড | ১১২ |
০৪ | অস্ট্রেলিয়া | ১১১ |
০৫ | দক্ষিণ আফ্রিকা | ১১০ |
০৬ | পাকিস্তান | ৯৭ |
০৭ | বাংলাদেশ | ৮৬ |
০৮ | শ্রীলঙ্কা | ৮২ |
০৯ | ওয়েস্ট ইন্ডিজ | ৭৭ |
১০ | আফগানিস্তান | ৫৯ |
১১ | আয়ারল্যান্ড | ৫১ |
১২ | জিম্বাবুয়ে | ৪৪ |
১৩ | নেদারল্যান্ডস | ৩৭ |
১৪ | স্কটল্যান্ড | ৩৬ |
১৫ | নেপাল | ১৯ |
১৬ | ইউএই | ১০ |
১৭ | পাপুয়া নিউগিনি | ৬ |
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএইচএম/এমএমএস