ছবি:সংগৃহীত
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিলেন আন্দ্রে রাসেল। হাঁটুর ইনজুরি ফের দেখা দিলে ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার এই সিদ্ধান্ত নেন। কানাডায় গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে খেলার সময়ই এই চোট পান তিনি।
রাসেলের পরিবর্তে ক্যারিবীয় দলে নেওয়া হয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যান জেসন মোহাম্মদকে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে গত বছরের জুলাইয়ে ওয়ানডে সিরিজে খেলেছেন।
এছাড়া গত বছর পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। তবে এই ফরম্যাটে তিনি দলের হয়ে ৯টি ম্যাচ খেলে ১৮ গড়ে রান তুলেছেন।
এদিকে রাসেল সর্বশেষ জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেছিলেন। তবে চার ম্যাচ খেলার পরই হাঁটুর চোটে পড়েন তিনি। আর বিশ্বকাপ থেকে ছিটকে যান।
সিরিজের প্রথম দুটি ম্যাচ যথাক্রমে শনি ও রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ম্যাচটি গায়নায় মাঠে গড়াবে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।