ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাবেংওয়া মুকুলানির নের্তৃত্বের বোর্ড ‘নিঃশর্তভাবে পুনর্বহাল’ করতে জিম্বাবুয়ে ক্রিকেটকে ০৮ অক্টোবর পযর্ন্ত সময়সীমা বেঁধে দেয় আইসিসি। আপাতত সেই পথে হাঁটছে দেশটির ক্রিকেট।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) এসআরসি ক্রিকেটের অন্যতম সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানায়, ‘আদালতের আদেশ অনুসারে, এসআরসি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনিসহ সকল জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালকদের ওপর বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে এবং অন্তবর্তীকালীন কমিটি বোর্ড পরিচালনার দায়িত্ব বন্ধ রেখেছে। ’
আইসিসির স্থগিতাদেশ পাওয়ার পর জুনে জিম্বাবুয়ে ক্রিকেটকে নিষিদ্ধ করে এসআরসি। দুর্নীতির দায়ে বহিস্কার করা হয় গিভমোর মাকোনিকে।
সদস্যপদ স্থগিত হওয়ায় দুর্দশা নেমে আসে জিম্বাবুয়ের পুরুষ ও নারী ক্রিকেটে। আইসিসি নারী টি-টোয়েন্টি বাছাইপর্ব থেকে নাম প্রত্যাহার করে নেয় দেশটির নারী ক্রিকেট দল। যার কারণে কপাল খোলে নামিবিয়ার।
পুরুষ ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে পারবে না জিম্বাবুয়ে। তাদের বদলে বাছাইপর্বে সুযোগ পাচ্ছে আফ্রিকার উঠতি দল নাইজেরিয়া। তবে জিম্বাবুয়ের ক্রিকেটের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। চলতি বছরের সেপ্টম্বরে বাংলাদেশ-আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
ইউবি