ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ডিকভেলা-লাকমলদের কল্যাণে শ্রীলঙ্কার লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, আগস্ট ১৬, ২০১৯
ডিকভেলা-লাকমলদের কল্যাণে শ্রীলঙ্কার লিড ছবি:সংগৃহীত

নিরোশান ডিকভেলা ও সুরাঙ্গা লাকমলের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে লিড পেল শ্রীলঙ্কা। ১৮ রানের লিড হলেও এই দুই ব্যাটসম্যান ছাড়া তা সম্ভব হতো না। লঙ্কানরা গল টেস্টের তৃতীয় দিনের শুরুতে অলআউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রান করেছে।

এর আগে দুই ম্যাচে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৪৯ রানে সবকটি উইকেট হারিয়েছিল।

এজাজ প্যাটেলের স্পিন ঘূর্ণিতে স্বাগতিক শ্রীলঙ্কান ইনিংসে ধস নামে।

তবে শেষ দিকে ডিকভেলা ও লাকমল হাল ধরেন। অষ্টম উইকেট জুটিতে তারা ৮১ রান তোলেন। দ্বিতীয় দিন অপরাজিত থেকে মাঠ ছাড়া দু’জনে তৃতীয় দিনও ইনিংস বড় করেন। শেষ পর্যন্ত ডিকভেলা ১০৯ বলে ৬১ ও লাকমল ৯৮ বলে ৪০ করেন।

কিউই বোলারদের মধ্যে প্যাটেল পাঁচটি ছাড়াও উইল সামারভিল ৩টি ও ট্রেন্ট বোল্ট ২টি উইকেট পান।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।