ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবার ভালোবাসার মর্ম বুঝতে পারছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
সবার ভালোবাসার মর্ম বুঝতে পারছেন সাকিব সাকিব আল হাসান/সংগৃহীত ছবি

নিষেধাজ্ঞার কারণে আপাতত ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। তাই বলে তাকে ঘিরে ভক্তদের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কোথায় যাচ্ছেন, কি করছেন, নিষেধাজ্ঞার সময়টা তার কেমন কাটছে- এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। ভক্তদের এমন নিঃস্বার্থ ভালোবাসায় আপ্লুত সাকিব।

একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি নবায়নের অনুষ্ঠানে বুধবার (২২ জানুয়ারি) ঢাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানেই নিষেধাজ্ঞার সময়টা কেমন কাটছে তা সবার সঙ্গে শেয়ার করলেন তিনি।

নিষিদ্ধ হওয়ার পরও তাকে ঘিরে ভক্তদের ভালোবাসা সাকিবকেও নাড়া দিয়ে গেছে। জীবিত থাকা অবস্থায় এই ভালোবাসার মর্মটা বুঝতে পেরে বেশ খুশি সাকিব, ‘বাংলাদেশে অনেকবারই শুনেছেন কিংবা এই কথা প্রচলিতও আছে, জীবিত থাকতে মর্মটা বোঝা যায় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি জীবিত থাকতে মর্মটা বুঝতে পারছি। আমি খুশি, যেহেতু সবার ভালোবাসা আছে। এখানে আমার দায়িত্বটা বেড়ে যায় স্বাভাবিকভাবে। আমি চেষ্টা করব এই দায়িত্বটা পালন করতে। ’ 

তার পরিচয়ই ক্রিকেটার হিসেবে। ক্রিকেট তার ধ্যানজ্ঞান। কিন্তু সেই প্রিয় খেলা থেকেই দূরে থাকতে হচ্ছে তাকে। ক্রিকেটকে কতটা মিস করছেন তা বোঝা যায় তার কথাতেই, ‘একটা জিনিসের সঙ্গে যদি আপনার সম্পৃক্ততা থাকে সেটা আপনার পছন্দের হোক না পছন্দের হোক আপনি সেটাকে মিস করবেন এটা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ভিন্ন কিছু না। ’

ক্রিকেট থেকে দূরে থাকায় এখন সাকিবের অখণ্ড অবসর। এই সময়টা কীভাবে কাজে লাগাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ‘রসিক’ সাকিবের উত্তর, ‘আসলে সব কিছু বাদ দিয়ে যেহেতু একটা কাজের সঙ্গে জড়িত ছিলাম, এখন যেহেতু কাজটা নেই। অন্য সব কাজ করার সুযোগ হচ্ছে। ’

নিষেধাজ্ঞা শেষ হলে ফের ক্রিকেটে ফিরতে হবে। এজন্য তার প্রস্তুতি কেমন জানতে চাইলে সাকিব বলেন, ‘সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের আমি ফিরে আসা পর্যন্ত। বললাম আমি অনেক কিছু করে আসছি এবং আসার পর কিছু প্রমাণিত হলো না সেটার ফল ভালো হবে না, গ্রহণযোগ্যও হবে না। অপেক্ষা করেন সব ঠিকঠাক থাকলে উত্তর সময়ই বলে দেবে। ’

এই সময়ের মধ্যে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অন্যান্য কোচিং স্টাফরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাকিব, ‘কথা হয় আমার নিয়মিত। প্রধান কোচের সঙ্গে কথা তো হয়ই। সব সময় কোচিং স্টাফের সঙ্গে কথা হলে যে খেলা নিয়েই হবে এমন না, কিন্তু অনেকের সঙ্গেই যোগযোগ আছে। ’

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব। তবে এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় এক বছর পর ফেরার সুযোগ থাকছে। এজন্য অবশ্য এই এক বছরে আর কোনো নিয়ম ভঙ্গ করা চলবে না।

এদিকে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। নিজে যেতে না পারলেও সতীর্থদের জন্য শুভকামনা জানাতে ভুললেন না সাবেক অধিনায়ক, ‘আমি আশা করি সবাই যেন নিরাপদে যেতে পারে এবং খেলে ফিরে আসতে পারে। অবশ্যই বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারে। শ্রীলঙ্কা শেষবার যখন গেল ৩-০ তে জিতে এসেছে পাকিস্তানের সঙ্গে। তো আমাদেরও ভালো ফল করা উচিত। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমএইচএম/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।