ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নিয়ে এখনও আশাবাদী পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
আইপিএল নিয়ে এখনও আশাবাদী পিটারসেন কেভিন পিটারসেন

করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে পুরো ক্রীড়াঙ্গন স্থবির। মাঠের খেলা নেই আপাতত। ক্রিকেট, ফুটবল, টেনিস সহ সবধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ান প্রিময়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়। ইংল্যান্ডের সাবেক ক্রিকাটার কেভিন পিটারসেন মনে করেন ক্রিকেট মৌসুমেই আইপিএল শুরু করা উচিৎ।

গত ২৯ মার্চ আইপিএল মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে সেটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়।

কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এখন আসরটি ১৩তম সংস্করণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।  

পিটারসেন বলেন, ‘জুলাই-আগস্ট মাসের দিকে আইপিএল শুরু করা যেতে পারে। ‘আমার বিশ্বাস, ক্রিকেট মৌসুম দ্রুত শুরু হবে। খেলা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছে প্রত্যেক ক্রিকেটার। ’

তবে পিটারসেনের মতে আপাতত দর্শকশূণ্য ভাবেই আইপিএল হতে পারে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই মুহূর্তে দর্শকদের মাঠে এসে ঝুঁকি নিয়ে খেলা দেখাটা ঠিক হবে না। তাদের এটা বোঝা উচিৎ তারা এখন মাঠে বসে খেলা দেখতে পারবে না। কিছুদিন তাদের সরাসরি খেলা দেখা থেকে দূরে থাকাটাই ভালো।

আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মনে করছে তাদের প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।