ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে থেকে অবসরে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ওয়ানডে থেকে অবসরে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ানের

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান কেভিন ও'ব্রায়েন। আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার শুক্রবার (১৮ জুন) ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা দেন।

যদিও দেশের হয়ে টেস্ট ও টি-২০ খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১১ সালের বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা চোখ ধাঁধানো ইনিংসটিই ও’ব্রায়েনের ওয়ানডে ক্যারিয়ারের সেরা অর্জন। ৩২৭ রান তাড়ায় আয়ারল্যান্ড যখন ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুকছিল, উইকেটে নেমে ম্যাচের গতি পাল্টে দেন তিনি। ৫০ বলে সেঞ্চুরি করে গড়ে দেন দলের জয়ের ভিত। যা এখনও টিকে আছে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি হিসেবে।

ম্যাচটি আয়ারল্যান্ড জিতে যায় ৫ বল আগেই। গড়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। যা সম্ভব হয় ও’ব্রায়েনের ৫০ বলে সেঞ্চুরির সুবাদে। পরে তিনি ৬৩ বলে ১১৩ রান করেন। ১৩ চারের পাশাপাশি তিনি মেরেছিলেন ৬ ছক্কা।

ওয়ানডেতে ও’ব্রায়েনের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। আয়ারল্যান্ডের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার তিনি। ২০০৬ সালে বেলফাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয় কেভিনের। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি মোট ১৫৩টি ওয়ানডে খেলেছেন। ২৯.৪২ গড়ে তার করা ৩ হাজার ৬১৯ রান দলটির তৃতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন ২টি। হাফ-সেঞ্চুরি করেছেন ১৮টি।

ওয়ানডে ক্রিকেটে পেস বোলিংয়ে ৩২.৬৮ গড়ে উইকেট নিয়েছেন ১১৪টি, যা আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ। দলটির হয়ে ওয়ানডেতে এখনও একশ উইকেটও নেই কোনো বোলারের। ফিল্ডিংয়ে ক্যাচ নিয়েছেন ৬৮টি, সেখানেও তিনি সবার ওপরে।

কেভিন শেষবার ওয়ানডে ক্রিকেটে মাঠে নামেন সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সিরিজে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।