ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুন ৩০, ২০২১
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি শ্রীলঙ্কার ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নামা জো রুট ৭৯ রানে অপরাজিত থাকেন/ছবি: সংগৃহীত

কিছুদিন আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। এবার শুরু হয়েছে ওয়ানডে সিরিজ।

কিন্তু এখানেও দুরবস্থা চলছে লঙ্কানদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

চেস্টার-লি-স্ট্রিটে মঙ্গলবার রাতে টসে হেরে প্রথমে ব্যাট করে ১৮৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। কুশল পেরেরা ৭৩ ও হাসারাঙ্গা ৫৪ রান করেন।

১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৩৪.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলতে নামা জো রুট ৭৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া জনি বেয়ারস্টো ৪৩ ও মঈন আলী ২৮ রান করেন।

১০ ওভারে ৫ মেডেনে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়া ক্রিস ওকস হয়েছেন ম্যাচসেরা।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।