ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাধারণ ছেলেমেয়েদের জন্য খেলার মাঠ কিনবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
সাধারণ ছেলেমেয়েদের জন্য খেলার মাঠ কিনবে বিসিবি ছবি: বাংলানিউজ

বর্তমানে উঠতি বয়সের ছেলেমেয়েরা খেলার জন্য মাঠ খুঁজে পাচ্ছে না। কয়েক বছর আগেও কিছু মাঠ দেখা গেলেও সম্প্রতি মাঠগুলোতে হয়ে উঠছে কোনো না কোনো স্থাপনা।

ফলে অতিমাত্রায় প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। এ সমস্যা থেকে মুক্তি পেতে এবার খেলার জন্য মাঠ কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (২৬ আগস্ট) দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মাঠ কেনার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বলা হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ক্রিকেট নিয়মিত চালু রাখার জন্য স্টেডিয়াম থেকে মাঠ কেনার দিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

এজিএম শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা বেশ কিছু ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনব। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে। ’

এলাকার তরুণ ছেলে মেয়েদের কথা চিন্তা করে স্টেডিয়াম থেকে মাঠ কেনার ক্ষেত্রে এত গুরুত্ব দিচ্ছেন বলে জানান পাপন। তিনি বলেন, ‘আমাদের মূল সমস্যা স্টেডিয়াম না, খেলার মাঠ। যেখানে সাধারণ ছেলেমেয়েরা খেতে পারবে। ধরেন একটা মাঠ রয়েছে কিন্তু পিচ নাই, তাহলে কি ক্রিকেট খেলতে পারবে? আর স্টেডিয়াম হলেই তো হয় না। কারণ তাহলে সেটা বন্ধ করে দেওয়া হয়। আমরা চাচ্ছি খেলার মাঠ যেখানে এলাকার তরুণ ছেলেমেয়েরা খেলতে পারবে। এছাড়া লিগ খেলাতেও মাঠ আমাদের বিরাট সংকট। সেটাও সমাধানের চেষ্টা করছি। ’

শুধু তরুণদের ক্রিকেট খেলা চালু রাখার জন্য নয় বরং মাঠ কিনলে ঘরোয়া ক্রিকেটেও খেলার জায়গা নিয়ে সমস্যার সমাধান হবে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক টেস্ট ভেন্যুগুলোতে ইচ্ছা করলেই খুব বেশি ম্যাচের আয়োজনের সুযোগ নাই। কিন্তু তারপরও আমরা করছি। বগুড়া স্টেডিয়ামে হয়তো সেভাবে হয়নি। তবে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, সেখানেও এবার হবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।