ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা নেগেটিভ হয়ে নিউজিল্যান্ড দলে অ্যালেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
করোনা নেগেটিভ হয়ে নিউজিল্যান্ড দলে অ্যালেন

করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ হয়ে নিউজিল্যান্ড দলে যোগ দিয়েছেন আগ্রাসী ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন।  

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

 

ইংল্যান্ড থেকে 'দ্য হান্ড্রেড' খেলে সরাসরি বাংলাদেশে এসেই করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন। এরপর তাকে পাঠানো হয় আইসোলেশনে। তাকে ছাড়াই গতকাল প্রথম টি-টোয়ন্টিতে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে ৭ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল কিউইরা।

আপাতত কিউইদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন অ্যালেন। তবে তিনি মাঠে ফেরার মতো ফিট কি না তা নিশ্চিত করা হয়নি।

এর আগে ঢাকায় পৌঁছে করোনা পজিটিভ হওয়ায় চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি অ্যালেন।  

অন্যদিকে ৩ দিনের হোটেল আইসোলেশনের তৃতীয় ও শেষ দিন অতিবাহিত হচ্ছে অ্যালেনের বদলি হিসেবে আসা ম্যাট হেনরির। সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই দলের সঙ্গে আগামীকাল যোগ দেওয়ার কথা তার।  

সিরিজের বাকি চার ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।