নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষদিকে বোলারদের সমর্থনে ম্যাচ বের করে এনেছে টাইগাররা।
শুক্রবার ম্যাচ শেষে পুরো ম্যাচের চিত্র তুলে ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এসময় তিনি বলেন, ‘আমার মনে হয় আগের ম্যাচের তুলনায় উইকেট আজ বেশ ভালো ছিল। দিনের বেলায়, যখন আমরা ব্যাট করেছি, তখন স্পিন ধরেছিল। বাউন্সও একটু উঁচু-নিচু হচ্ছিল। কিন্তু আন্ডার লাইটস আমার মনে হয়, আস্তে আস্তে উইকেট ভালো থেকে আরও ভালো হচ্ছিল। বোলাররা খুবই ভালো বোলিং করেছে। এই উইকেটে ১৪০ ডিফেন্ড করতে পেরেছে। কৃতিত্ব বোলারদের। ’
লিটন ও নাঈমের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় এই উইকেটে নতুন বলে ব্যাটিং করাটা অনেক কঠিন। যখন বলের সিম শক্ত থাকে, ওই সময় বেশ বাউন্স হয়, কয়েকটা বল স্কিড করে, কিছু বল খুব শার্প স্পিন করে। আমার মনে হয়, নাঈম ও লিটন খুবই ভালো ব্যাটিং করেছে। আমাদের যেরকম শুরুটা দরকার ছিল পাওয়ার প্লেতে, পারফেক্ট শুরু করে দিয়েছে। ওরা খুব ভালো ব্যাট করেছে, শুরুতে আমরা ভালো জুটি পেয়েছি। এরপর মাঝে আমাদের কয়েকটা ভালো জুটি হয়েছে এবং আমরা ১৪০ পেরিয়েছি। এই উইকেটে যা বেশ ভালো । ’
‘অস্ট্রেলিয়া সিরিজে এবং এই সিরিজেও নতুন বলে ব্যাট করাটা খুব কঠিন। অস্ট্রেলিয়ার সঙ্গে যখন খেলেছি, ওদের ওপেনিং জুটি খুব একটা সফল হয়নি। আমাদের হয়তো একটা ম্যাচে কিছুটা ভালো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে হয়তোবা কিছু ম্যাচে ভালো হয়নি। কিন্তু আজকে লিটন ও নাঈম যে ইনিংস খেলেছে, তা দেখাটা ছিল সন্তুষ্টির। যেভাবে তারা গ্যাপ বের করেছে এবং রান তুলেছে, তা গুরুত্বপূর্ণ ছিল। ’
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএমএস