ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যালেনকে ফেরালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
অ্যালেনকে ফেরালেন মোস্তাফিজ

দুই স্পিনার দিয়ে ইনিংস শুরু করলেও তৃতীয় ওভারেই মোস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি কাটার মাস্টার।

তার বলেই করোনা নেগেটিভ হয়ে ফেরা কিউই ওপেনার ফিন অ্যালেন ১৫ রান করে মিড অনে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান।

রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে উইকেটরক্ষক হিসেবে ফের দায়িত্ব পাচ্ছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে কিউইরা পরিবর্তন এনেছে ৩টি। ব্রেসওয়েল, সিয়ার্স এবং বেনেটকে বসিয়ে নামানো হয়েছে অ্যালেন, কুগেলিন এবং ডাফিকে।  

নিউজিল্যান্ডের একাদশ: রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (উইকেটরক্ষক/অধিনায়ক), কলিন ডি গ্রান্ডহোম, উইল ইয়াং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনচি, স্কট কুগেলিন, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।