ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যান রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যান রমিজ রাজা

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। এহসান মানির উত্তরসূরি হিসেবে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমিজ। সোমবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। ইমরান খানের অধিনায়কত্বে ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন রামিজ। তিনি পিসিবির ৩৬তম চেয়ারম্যান হলেন। অবসরপ্রাপ্ত বিচারক শেখ আজমত সাঈদ নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচিত হয়ে রমিজ বলেন, ‘আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ। পিসিবির চেয়ারম্যান হিসেবে আপনাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। মাঠ ও মাঠের বাইরে পাকিস্তান দলকে শক্তিশালী হিসেবে গড়ে তোলায় আমার কাজ। আমি পাকিস্তানকে একটি ভয়ঙ্কর দল হিসেবে গড়ে তুলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।