ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বিশ্বকাপের পরপর তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ ৬ বছর পর অবশেষে মিরপুরের মাটিতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা।

 

আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ মাঠে গড়াবে নভেম্বর মাসের ১৯, ২০ এবং ২২ তারিখে। বাকি দু’টি টেস্ট থাকবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। নভেম্বরের ২৬ তারিখে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি মাঠে গড়াবে ডিসেম্বরের ৪ তারিখ।  

টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। বাকি টেস্ট খেলতে আবারও মিরপুর আসতে হবে ক্রিকেটারদের।  

সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের। সেই সিরিজের পর বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। যদিও ক্রিকেটারদের আপত্তির মুখে সেবার পাকিস্তান সফরে আর যাওয়া হয়নি টাইগারদের।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।