ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় কোচ রবি শাস্ত্রীরও সরে যাওয়ার ইঙ্গিত!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
ভারতীয় কোচ রবি শাস্ত্রীরও সরে যাওয়ার ইঙ্গিত!

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার দলের হেড কোচ রবি শাস্ত্রীও সেই পথ বেছে নিচ্ছেন! সংবাদমাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের গণমাধ্যম গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আমি যা চেয়েছি সবকিছু অর্জন করেছি। পাঁচ বছর টেস্টের এক নম্বর দল ছিলাম, অস্ট্রেলিয়ার মাটিতে দুইবার সিরিজ জয়, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো। মাইক আথারটনের সঙ্গে কথায় কথায় বলছিলাম, ‘আমার কাছে এটাই চূড়ান্ত- অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো এবং কোভিডের এই সময় ইংল্যান্ডে জয়। আমরা এবারও ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলাম। এবার লর্ডস ও ওভালে যেভাবে খেলেছিল তা দারুণ ছিল। ’ 

কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার আগে অবশ্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান তিনি, ‘সাদা বলের ক্রিকেটে সব দলকেই তাদের আঙিনায় হারিয়েছি আমরা। এবার যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারি অবশ্যই সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হবে। আমি বিশ্বাস করি, অনাকাঙ্খিত হয়ে উঠার আগে সরে যাওয়া উচিত। সঙ্গে যুক্ত করতে চাই, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি সব পেরেছি। ফলে নিজেকে সফল হিসেবে দাবি করতেই পারি। ’

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।