তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর দেশটির ক্রিকেট অনিশ্চয়তায়। নানা বাঁধা পেরিয়ে শেষপর্যন্ত বিশ্বকাপে খেলেছিল দেশটি।
আইসিসির গঠিত এই কমিটির নেতৃত্ত্বে থাকবেন সংস্থাটির সহ-সভাপতি ইমরান খাজা। তার সঙ্গে কাজ করবেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা, রস ম্যাককালাম, লসন নাইডু। একমাস ধরে দেশটির ক্রিকেট পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেবে কমিটি।
এ ব্যাপারে আইসিসি চেয়ারম্যান জানান, ‘আইসিসি বোর্ড সব সময়ই আফগানিস্তান ক্রিকেটকে সহযোগিতা করতে বদ্ধ পরিকর। বিশেষ করে দেশটির পুরুষ এবং নারী ক্রিকেটের উন্নয়নে আইসিসি সব সময় কাজ করে যাচ্ছে। সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে। ’
পুরুষদের কিকেটের উন্নয়নের পাশাপাশি নারীদের ক্রিকেটে আনার ব্যাপারেও কাজ করে আইসিসি। সংস্থাটির চেয়রম্যান আরও বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো, দেশটিতে পুরুষদের পাশাপাশি নারীরাও ক্রিকেটে অংশগ্রহণ করুক। এ লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে আফগান বোর্ডের সঙ্গে খুব কাছাকাছি গিয়ে কাজ করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। ’
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
আরইউ