ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান-উইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
পাকিস্তান-উইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত

পাকিস্তান সফরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের ৮ জন সদস্য রয়েছেন আইসলোশনে। ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবিয়রা ভূগছেন ব্যাটার সংকটে।

যে কারণে স্থগিত করা হয়েছে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার (১৮ ডিসেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। করোনা হানায় এখন সিরিজটি ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত হবে বলে সম্মতি প্রকাশ করেছে দুই বোর্ড।

এর আগে, ওয়ানডে খেলতে পাকিস্তানে এসে একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড় ও স্টাফেরা। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ- সবমিলিয়ে মোট ৮ জন করোনা আক্রান্ত হন।

তবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করা হলেও ওয়ানডে সিরিজ চালিয়ে নেওয়ার ঝুঁকি আর নেয়নি দুই বোর্ড।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।