ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় নেদারল্যান্ডস কোচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় নেদারল্যান্ডস কোচ

হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার রায়ান ক্যাম্পবেল । অসুস্থতা গুরুতর হওয়ায় তিনি এখনও কোমায় আছেন।

অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ক্যাম্পবেলের ঘনিষ্ঠ বন্ধু গ্যারেথ পার্কার এই খবর নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, সন্তানদের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে খেলার মাঠে সময় কাটাচ্ছিলেন ক্যাম্পবেল। তবে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি।

এক সপ্তাহ আগে পার্থে নিজ বাসায় ছিলেন ক্যাম্পবেল। পরে ইউরোপ ভ্রমণে বের হন। যেখানে পার্কারসহ বন্ধুদের বাড়ি গিয়েছিলেন।  

ক্যাম্পবেল ২০০২ সালে তখনকার নিয়মিত উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অস্ট্রেলিয়ার জার্সিতে দুটি ওয়ানডে খেলেন। অজিদের হয়ে আরও কখনোই কোনো ফরম্যাটে খেলা হয়নি তার। ২০১৭ সাল থেকে ডাচ জাতীয় দলের কোচ তিনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।