ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডেথ ওভারের বোলিং ভাবাচ্ছে সাকিবকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ডেথ ওভারের বোলিং ভাবাচ্ছে সাকিবকে

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। বড় সংগ্রহের পরেও ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

ডেথ ওভারের বোলিংয়ে বাংলাদেশের ব্যর্থতা ফুটে উঠছে বার বার। বোর্ডে ১৮৩ রানের বড় সংগ্রহ নিয়ে দারুণ সুযোগ ছিল শুরুতেই লঙ্কানদের চেপে ধরার। কিন্তু বোলাররা সেই সুযোগ লুফে নিতে পারলেন না। এবাদত হোসেনই ম্যাচে ফিরিয়েছিলেন দলকে, সেই এবাদতই যেন সব শেষ করে দিলেন। ১৯তম ওভারে একটি নো বলসহ ১৭ রান খরচ করেন এই পেসার।

শেষ ওভারে লঙ্কানদের দরকার পড়ে ৮ রান। শেখ মেহেদি হাসান প্রথম বলে এক দিলেও পরের বলেই বাউন্ডারি হজম করেন। তৃতীয় বলে তো করেন বসেন নো বল। ২ রানের সঙ্গে এক রান যোগ হয়ে জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার। ডেথ ওভারের বোলিং ভাবাচ্ছে সাকিবকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ডেথ ওভারের বোলিংয়ে আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। এটার কারণে আমাদের অনেক চড়া মাশুল দিতে হচ্ছে। ’

‘শেষ দুই ওভারে তাদের ১৭-১৮ রান দরকার ছিল। আট উইকেট হারিয়েছিল তারা। হিসেবে আমাদের এগিয়ে থাকার কথা ছিল। তবে ডেথ ওভারে আমরা ভালো করতে পারিনি। তারা সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ’

শ্রীলঙ্কাকেও প্রশংসা করেছেন সাকিব। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার প্রশংসা করতেই হবে। তারা যেভাবে নিজেদের স্নায়ু চাপ ধরে রেখে খেলেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ’

বিশ্বকাপের আগে দলের আরও অনেক উন্নতি করতে হবে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপের আগে আরও অনেক উন্নতি করতে হবে। অনেক স্থানে আমরা এখনো দুর্বল আছি। বিশ্বকাপে ভালো করতে হলে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। ’

বাংলাদেশ সময়: ২৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।