ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ।

২০২৩ সালের জানুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্টের সূচি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি।  

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উইলোমোর পার্কে ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপে অজিরা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা। ২৯ জানুয়ারি শেষ হবে ৪১ ম্যাচের টুর্নামেন্টটি।  

অজিদের ম্যাচশেষে একদিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। ১৮ তারিখ গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা জুনিয়র টাইগ্রেসদের।

ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপে খেলতে যাওয়া রুয়ান্ডা। এমন আরেক দল ইন্দোনেশিয়া আছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গী আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।  

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ১৬ দলের টুর্নামেন্টে দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ পাবে ৬টি দল। সেখান থেকে সেমিফাইনালে উঠবে সেরা চার দল।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।