ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের সামর্থ্য নিয়ে ‘আত্মবিশ্বাসী’ জ্যোতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
দলের সামর্থ্য নিয়ে ‘আত্মবিশ্বাসী’ জ্যোতি

এর আগেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলেছে বাংলাদেশ। প্রতিবারই জায়গা করে নিয়েছে মূল পর্বে।

তবে এবার চ্যালেঞ্জটা একটু বেশি। গ্রুপ পর্বেই দেখা হচ্ছে আয়ারল্যান্ড নারী দলের সঙ্গে।

রোববার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই সংযুক্ত আরব আমিরাতে বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। চ্যালেঞ্জ থাকলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী, এমনটি জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলছেন, পরের পর্বে যাওয়াটাই লক্ষ্য তাদের।

জ্যোতি বলেছেন, ‘আমি বিশ্বাস করি আমরা মূল ইভেন্টের জন্য যোগ্যতা অর্জনের অন্যতম দাবিদার। আর সেখানে চ্যালেঞ্জ হলো প্রত্যাশা পূরণ করা। আমি আমার দলের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী। কিন্তু আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে এবং ধারাবাহিক হতে হবে। ’

‘আমরা অবশ্যই বাছাই পর্ব উতরাতে চাই। এটা প্রতিপক্ষ বা কন্ডিশনের ব্যাপার নয়। আমরা সবসময় উন্নতিতে মনযোগ দিচ্ছি। আমি মনে করি অভিজ্ঞতা এবং মানের দিক থেকে, আমরা ঠিক অবস্থানেই আছি। ক্রিকেটাররা লম্বা সময় ধরে একসাথে তাই দলের মানসিকতাও চমৎকার। ’

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলও আশা দেখাচ্ছে জ্যোতিকে। তিনি বলেছেন, ‘এটা এমন একটি টুর্নামেন্ট যেখানে আমরা মারুফা আক্তারের মতো আমাদের কিছু তরুণ প্রতিভা দেখার সুযোগ পাব যে জোরে বোলিং করে, হার্ড হিটিংয়ের ক্ষমতা রাখে এবং একজন দারুণ ফিল্ডার। আমরা জাহানারা, সালমা, লতা, ফারজানা ও রুমানার মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞদের উপরও নির্ভর করতে পারি। সব মিলিয়ে আমরা বেশ ভারসাম্যপূর্ণ দলই। ’

বাংলাদেশ সময় : ১২০৩, সেপ্টেম্বর ১৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।