ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্তর্জাতিক কাস্টমস দিবস বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জানুয়ারি ২৫, ২০২৩
আন্তর্জাতিক কাস্টমস দিবস বৃহস্পতিবার

চট্টগ্রাম: আন্তর্জাতিক কাস্টমস দিবস বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। এবারের প্রতিপাদ্য ‘নার্চারিং দ্যা নেক্সট জেনারেশন: প্রমোটিং অ্যা কালচার অব নলেজ-শেয়ারিং অ্যান্ড প্রফেশনাল প্রাইড ইন কাস্টমস।

’  

দিবসটি পালন উপলক্ষে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কাস্টম হাউসের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক, নিরীক্ষা) ড. মো. সাহিদুল ইসলাম।  

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার একেএম মাহবুবুর রহমান।  

বিশেষ অতিথি থাকবেন ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রামের সদস্য মোছা. সফিনা জাহান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান ও চট্টগ্রাম উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী।  

সভাপতিত্ব করবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামান।  

স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।  

কাস্টমস দিবস প্রসঙ্গে একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না। একই সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় ঝুঁকিপূর্ণ পণ্য যাতে ঢুকতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখে। চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি রোধ করে দেশি শিল্পকে সুরক্ষা দেয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পরোক্ষভাবে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন ও সচল রাখতে সহায়তা করে। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি, অটোমেশন, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য অপরিসীম।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।