ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে ট্রাক ও বাসের সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, জানুয়ারি ২৭, ২০২৩
চন্দনাইশে ট্রাক ও বাসের সংঘর্ষ, নিহত ১ ...

চট্টগ্রাম: চন্দনাইশে বাসের সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ট্রাক চালক জানে আলম (৩৫) মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে কাঞ্চনাবাদ ইউনিয়নের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এ দুর্ঘটনায় আরও ৮ জন আহত হন।

আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, বোয়ালখালীর মোহাম্মদ জানে আলম (৩০), মো. ফোরকান (২৮) ও মো. মিজান (৩৫)।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. ফারুক বাংলানিউজকে বলেন, আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে ট্রাক চালক জানে আলম মারা যান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।