ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে বহুতল কার শেড উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
চট্টগ্রাম বন্দরে বহুতল কার শেড উদ্বোধন ...

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরে নতুন আনসার ব্যারাক ও বহুতল কার শেড উদ্বোধন করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) স্থাপনা দুইটির উদ্বোধন করেন।

 

বন্দর সূত্রে জানা গেছে, ১৪ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৮৫১ টাকা ব্যয়ে নির্মিত আনসার ব্যারাকে রয়েছে লিফট, পার্কিং, প্লে গ্রাউন্ড, ড্রেনেজ সিস্টেম, বাউন্ডারি ওয়ালসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। ২৮ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা ব্যয়ে নির্মিত বহুতল কার শেডে ট্রাফিক রুম, সিকিউরিটি রুম, পাম্প রুম এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ রয়েছে।

এটির আয়তন প্রায় ২৯ হাজার বর্গ ফুট এবং গ্রাউন্ড ফ্লোরে ১০৭টি এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ১১১টি করে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে।  

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সব সদস্য, বিভাগীয় প্রধান এবং সিনিয়র কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।