ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঈদে ফাঁকা বন্দরনগরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, এপ্রিল ২২, ২০২৩
ঈদে ফাঁকা বন্দরনগরী

চট্টগ্রাম: ইট-পাথরের নগর ছেড়ে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে চলে গেছেন অনেকেই। তাই নগরে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য  

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরের আগ্রাবাদ, জিইসি, দুই নম্বর গেইট, মুরাদপুর, বাকলিয়া, আন্দরকিল্লা এলাকায় মানুষের চলাচল খুবই কম।

সাধারণ পরিবহনের সংখ্যাও তুলনামূলক কম। কেউ কেউ পরিবার নিয়ে বেরিয়েছেন পরিবার নিয়ে ঘুরতে।
 অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।  

নগরের কাজীর দেউড়ি এলাকার বাসিন্দা মো. রুবেল বাংলানিউজেকে বলেন, ঈদে বেশিরভাগই বাড়িতে চলে গেছে্ন। পুরো নগর তাই ফাঁকা। চিরচেনা যানজটও নেই। তাই ঘুরতে বেরিয়েছি বন্ধুদের সঙ্গে।

এদিকে ফাঁকা বন্দরনগরীর নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। থানা পুলিশের পাশাপাশি টহলে রয়েছে সাদা পোশাকের পুলিশ। বিশেষায়িত ফোর্স সোয়াতের পাশাপাশি অতিরিক্ত পুলিশ আগের ন্যায় প্রস্তুত থাকবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।