ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার প্রার্থীর সমর্থনে কমান্ডার মোজাফফরের প্রচারণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, এপ্রিল ২৩, ২০২৩
নৌকার প্রার্থীর সমর্থনে কমান্ডার মোজাফফরের প্রচারণা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদের 'নৌকা' প্রতীকের সমর্থনে প্রচারণা চালিয়েছেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

রোববার (২৩ এপ্রিল) বোয়ালখালীর ৯নং আমুচিয়া ইউনিয়নে তিনি পাড়া-মহল্লায় প্রচারণার পাশাপাশি লিফলেট বিতরণ করেন।

 

এ সময় আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নোমান আল মাহমুদকে ‘নৌকা' প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।  

প্রচারণায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, জেলার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মফিজ, ৯নং আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি পংকজ চন্দ মেম্বার, সাধারণ সম্পাদক আবদুল আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস, শাহাদাত হোসেন মুন্না, আমুচিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মিনা দে মেম্বার, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলীপ দেব মেম্বার, সাধারণ সম্পাদক রঞ্জিত মাস্টার, যুবলীগের সভাপতি জুয়েল ঘোষ মেম্বার, যুবলীগ নেতা শুভাশীষ চৌধুরী, অভি চৌধুরী, প্রসেনজিত শীল, সান্টু শীল, ছাত্রলীগ নেতা আশরাফুল  প্রীতম, রায়হান, হাসান, আলতাফ হোসেন প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।