ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঋণখেলাপি মামলায় ১০ বছর পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, এপ্রিল ২৪, ২০২৩
ঋণখেলাপি মামলায় ১০ বছর পলাতক আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁওয়ে ঋণখেলাপির মামলায় ১০ বছর ধরে পলাতক আনোয়ার হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বন্দর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঋণখেলাপির দায়ে ৪টি মামলা দায়ের করা হয়।

এর পর থেকে বিচার চলাকালে আসামি পলাতক থাকা অবস্থায় সাজা ঘোষণা করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোমবার (২৪ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।