ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদীতে অভিযান, গ্রেফতার ২ ডাকাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
কর্ণফুলী নদীতে অভিযান, গ্রেফতার ২ ডাকাত

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।  

সোমবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মো. রমজান আলী ও রেজওয়ান আহমেদ হৃদয়।  

সদরঘাট পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, কর্ণফুলী নদীতে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পায়।

পরে সদরঘাট নৌ থানার উপ-পুলিশ পরিদর্শক সনজিব কান্তি নাথ ও উপ-পুলিশ পরিদর্শক মিঠুন বালার নেতৃত্বে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে শিকলবাহা খালের ব্লকপাড়া নৌঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কিরিচ, কাটার সেট, একটি ইঞ্চিন চালিত নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদরঘাট নৌ থানার কর্ণফুলী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।