ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছেলের হাত ধরে সত্তরোর্ধ্ব মরিয়মও এসেছেন ভোট দিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ছেলের হাত ধরে সত্তরোর্ধ্ব মরিয়মও এসেছেন ভোট দিতে ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বয়স সত্তরোর্ধ্ব, তবুও নিজের ভোটাধিকার নিয়ে সচেতন মরিয়ম খাতুন। সকাল না হতেই ভোট কেন্দ্রে হাজির তিনি।

নিজে হাঁটতে পারেন না ঠিকই, কিন্তু ছেলের কাঁধে ভর দিয়ে এসেছেন ভোটকেন্দ্রে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা মিলে এ বৃদ্ধের।

 

প্রশ্ন করতেই ভোট নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন তিনি। বললেন, ‘বউতবার ভোট দি, এইবারও দিতাম আইস্যি (অনেকবার ভোট দিয়েছি, এবারও দিতে এসেছি)। যন্ত্র ওগ্গোত টিপ মারনর লগে ভোট অই গেইয়্যে বলে (মেশিন একটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভোট হয়ে গেছে)। বউত সুন্দর নিয়ম (অনেক সুন্দর নিয়ম)।  

বৃদ্ধ মাকে ভোট কেন্দ্রে নিয়ে আসা মোহাম্মদ নাছির বাংলানিউজকে বলেন, বৃদ্ধ হলেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে বেশ সচেতন। সকাল থেকেই ভোটকেন্দ্রে আসার জন্য বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। কেউ আনার মতো ছিল না, তাই একটু দেরি হয়েছে। কিন্তু উনি সকাল থেকেই ভোটকেন্দ্রে আসার প্রস্তুতি নিয়ে বসে আছেন।

বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ভোটার ২ হাজার ১৫০ জন। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২১০টি। তিন ঘণ্টায় এ কেন্দ্রে প্রায় ১০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হেলাল উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।