ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শিক্ষাবোর্ড: এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৬০৭ জন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
চট্টগ্রাম শিক্ষাবোর্ড: এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৬০৭ জন  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ৬০৭ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামে  মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন।

এরমধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৭৯ জন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো ১ হাজার ৬০৭ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষাবোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।