ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোদির ‘মন কি বাত’র শততম পর্বে চট্টগ্রামে বিশেষ স্ক্রিনিং

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
মোদির ‘মন কি বাত’র শততম পর্বে চট্টগ্রামে বিশেষ স্ক্রিনিং ...

চট্টগ্রাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও শো ‘মন কি বাত’র ১০০তম পর্বের একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন।

রোববার (৩০ এপ্রিল) চট্টগ্রামে বিভিন্ন পেশায় কর্মরত ভারতীয়রা খুলশীর একটি অভিজাত রেস্টুরেন্টে স্ক্রিনিংয়ে যোগ দেন।

এ সময় চট্টগ্রামে  নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন উপস্থিত ছিলেন।  

‘মন কি বাত’ একটি মাসিক রেডিও অনুষ্ঠান যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোস্ট করে থাকেন।

অনুষ্ঠানটি অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ও অন্যান্য বেসরকারি রেডিও চ্যানেলে সম্প্রচার করা হয়। এটি নিউইয়র্কের ইউএন সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে যা ইতিহাসে একটি নজিরবিহীন মুহূর্ত তৈরি করেছে।

এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় গুরুত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেগুলো সম্পর্কে তাঁর চিন্তাভাবনা ও মত বিনিময় করেন।

অনুষ্ঠানটির সূচনা ঘটে ২০১৪ সালের ৩ অক্টোবর। মন কি বাত, যা ২৩টি ভারতীয় ভাষা এবং ২৯টি উপভাষায় অনূদিত, অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন নেটওয়ার্কে প্রতি মাসের শেষ রোববার সকাল ১১টায় সম্প্রচার করা হয। এটি ভারতের নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জন্য একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।  

অনুষ্ঠানটি সামাজিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিস্তৃত বিষয়াবলিকে অন্তর্ভুক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নাগরিকদের সংযুক্ত করতে এবং তাদের ইতিহাস ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই শো-টি ব্যবহার করেন। অনুষ্ঠানটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।