ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতি, পুলিশের হাতে ধরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
ডাকাতির প্রস্তুতি, পুলিশের হাতে ধরা  ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে নগরের নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মাইনুদ্দিন ওরফে মাইন (২৫),  মো. ইসমাইল (২৮),  মো. সাকিব (২৬),  মো. ইয়াছিন আরাফাত ওরফে আরাফাত (২২) এবং মো. রাসেল (২০)।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, স্টেশন রোডের নতুন রেলস্টেশন এলাকার বাস ও ট্রাক পার্কিংয়ের ভেতরে অন্ধকারের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দুষ্কৃতকারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা রাতে বিআরটিসি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার এলাকায় চলাচলকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।