ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবনে মশার লার্ভা, ৪ ভবন মালিককে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জুলাই ২০, ২০২৩
ভবনে মশার লার্ভা, ৪ ভবন মালিককে জরিমানা ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের ওআর নিজাম সড়ক ও গরিবুল্লাহ শাহ হাউজিং এলাকায় মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, এলাকা দুটির মানুষ সচেতন হওয়ায় অন্য অনেক এলাকার চেয়ে মশার লার্ভা খুব কম পাওয়া গেছে, বাড়িগুলোও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন।

৫টি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে খুঁজেও লার্ভা পাওয়া যায়নি।  

‘চসিক পরিচালিত অভিযান আর সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনেকেই নিজ ভবনে জমে থাকা পানি অপসারণ করেছেন।

আজকের অভিযানে আমরা খুবি আশাবাদী কারণ নগরবাসী এভাবে সচেতন আচরণ করলে মশা কমবে৷ নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। জরিমানা নয়, আমাদের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা। ’ যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

যেসব ভবনে মশার লার্ভা পাওয়া যায়নি তাদের উদ্বুদ্ধ করতে গোলাপফুল দিয়ে চসিকের পক্ষে শুভেচ্ছা জানায় ভ্রাম্যমাণ আদালত।

মশাবাহিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।