ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭ ঘর মেরামতে এগিয়ে এলো দূর্বার তারুণ্য 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭ ঘর মেরামতে এগিয়ে এলো দূর্বার তারুণ্য  ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় এ বছর বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্তের শিকার হয় অনেক পরিবার। বন্যার শুরু থেকেই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন বিভিন্ন সহযোগিতায় এগিয়ে আসে।

বন্যার পানি নেমে গেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতে সহায়তা করার কথা জানানো হয়।  

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাতকানিয়ায় ২৭টি পরিবারের হাতে ঘর মেরামতের জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর সাতকানিয়ার অবস্থা দেখে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ঘর মেরামতের জন্য তাঁর দেওয়া সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ও করোনাকালীন সময়ে কাজের জন্য 'কোভিড-১৯ যোদ্ধা' সম্মাননা লাভ করেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।