ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্দরকিল্লা বই মার্কেটে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
আন্দরকিল্লা বই মার্কেটে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা বই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রতিভা লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  

তিনি আরও বলেন, মার্কেটের নিচ তলায় প্রতিভা লাইব্রেরি নামের একটি দোকানের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

দোকানের স্বত্বাধিকারী সুনাম চৌধুরী বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে বই ও আসবাবপত্র মিলে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।