ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, অক্টোবর ২৩, ২০২৩
কর্ণফুলী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ  ...

চট্টগ্রাম: নগরের কালুরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হৃদয় মাহমুদ লিটন বাংলানিউজকে জানান, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাই। যেহেতু মরদেহটি সেতুর পশ্চিম পাড়ে নদীর তীরে আটকে ছিল, তাই নৌ-পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।

এখনও পরিচয় পাওয়া যায়নি। পরনে ছিল কালো লম্বা প্যান্ট ও হলুদ রঙের শার্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।