ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক বিভাজকের সঙ্গে কারের ধাক্কা, নিহত চালক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, অক্টোবর ২৪, ২০২৩
সড়ক বিভাজকের সঙ্গে কারের ধাক্কা, নিহত চালক

চট্টগ্রাম: বায়েজিদ লিংক রোডে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মো. সোহেল নামে এক প্রাইভেট কার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৬ টার দিকে বায়েজিদ লিংক রোডের ফৌজদারহাট অংশের সুপারি বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সোহেল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার মোহাম্মদ তৌহিদুল ইসলামের ছেলে।

আকবর শাহ থানার উপ পরিদর্শক (এসআই) শাহেদ আলম বাংলানিউজকে জানান,বায়েজিদ লিংক রোড হয়ে সিটি গেইটের দিকে যাচ্ছিল গাড়িটি।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর ওঠে গাড়ি উল্টে যায়। এতে সোহেলের মাথায় গুরুতর আঘাত পায় একং ঘটনাস্থলেই মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।