ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে চারশ’ অনাথ শিশুকে বিজয়ার মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, অক্টোবর ২৫, ২০২৩
সাড়ে চারশ’ অনাথ শিশুকে বিজয়ার মিষ্টি বিতরণ

চট্টগ্রাম: নগরের প্রবর্ত্তক সংঘ শিশু সদনের সাড়ে চারশ’ অনাথ শিক্ষার্থীকে বিজয়া দশমীর মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা।  

প্রতিবছরের মতো এবারও শিশু সদনের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্যামল কুমার পালিত।

 

শুভেচ্ছা বিনিময় শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা তথা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রবর্ত্তক শিশু সদনের ৪৫০ জন আবাসিক শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবর্ত্তক সংঘ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, অর্থ সম্পাদক ড. রণজিৎ চৌধুরী, নির্বাহী সদস্য ডা. সুযত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।