ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, অক্টোবর ৩১, ২০২৩
যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটেছে।

তবে এতে কোনো হতাহত হয়নি। এর আগে গতকাল সোমবার রাতে নগরের খুলশী থানার দামপাড়া বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছিল দুবৃর্ত্তরা।
 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, সকাল ছয়টার দিকে দুবৃর্ত্তরা একটি লোকাল বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। প্রায় আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোন আহত বা নিহত নেই।  

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী তোলার জন্য একটি লোকাল বাস দাঁড়িয়ে ছিল। যাত্রীবেশে দুইজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে বলে চালক জানান।  জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইপিজেড এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩ 
এমআই/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।