ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবরোধের প্রতিবাদে নগরে বিক্ষোভ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, নভেম্বর ১, ২০২৩
অবরোধের প্রতিবাদে নগরে বিক্ষোভ 

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে নগরের দুই নম্বর গেইট মোড়ে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নুরুল আজিম রনি বলেন, বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। অবৈধ অবরোধ কর্মসূচি বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তাদের প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে আমরা সবসময় প্রস্তুত।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল তানিম চৌধুরী, রকিবুল ইসলাম সেলিম, মেহেদী হাসান, রেজাউল আলম রিপন, ফয়সাল রফিক, মো. খোকন, মো. সোহেল আহমেদ সেলু, মো. কুতুব উদ্দিন, সোলাইমান শেঠ, আশিকুন্নবী, মো. মামুন, মো. মারুফ, সৈামিত বড়ুয়া, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, শাহদাৎ হোসেন পারভেজ, শাহাজাদা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।