ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় রোহিঙ্গা যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, নভেম্বর ২, ২০২৩
লোহাগাড়ায় রোহিঙ্গা যুবকের আত্মহত্যা ...

চট্টগ্রাম: পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে এক রোহিঙ্গা যুবক। মোহাম্মদ জাবেদ (২৩) নামের ওই ব্যক্তি মিয়ানমারের মোহাম্মদ সুলতানের পুত্র।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নুরের দোকান এলাকার সিরাজের খামার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মোহাম্মদ জাবেদ খামার বাড়িটির দেখভালকারী অটোরিকশা চালক মোহাম্মদ ছিদ্দিকের জামাতা।

তার স্ত্রী মুন্নী আক্তার জানান, আড়াইমাস পূর্বে তার সাথে রোহিঙ্গা জাবেদের বিয়ে হয়। সে বান্দরবানে একটি মাছের খামারে কাজ করতো।

ইউপি সদস্য শওকত ওসমান জানান, ভোরে গলায় ফাঁস দিয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানানো হয়। লোহাগাড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।