ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টানেলে দুর্ঘটনার কবলে প্রাইভেটকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, নভেম্বর ৩, ২০২৩
টানেলে দুর্ঘটনার কবলে প্রাইভেটকার

চট্টগ্রাম: বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে।  এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটলো টানেলে।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছেন টানেলের সহকারী ম্যানেজার (নিরাপত্তা) জাহাঙ্গীর আলম।  

তিনি বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থলে নেই।

তবে ওখানে থাকা কয়েকজনের সঙ্গে কথা হয়েছে । তারা জানিয়েছেন পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। আহতের কোনো খবর পাইনি। পরে আরও বিস্তারিত জানাতে পারব।  

এদিকে, এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং গাড়িটি টানেলের ওয়াকওয়েতে আছড়ে পড়েছে।

গত ২৮ অক্টোবর টানেল চালু হয়। তিন দিনের মাথায় টানেলের ভিতরে একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এছাড়া টানেল চালুর দিনই আনোয়ারা প্রান্তে টোল প্লাজার অদুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাডো আইল্যান্ডের ওপর উঠে যায়।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।