ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, নভেম্বর ৬, ২০২৩
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

চট্টগ্রাম: আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু এমপি বলেছেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে।

এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।  

সোমবার (৬ নভেম্বর) দুপুরে অক্সিজেন মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নেই, সবাই শান্তি চায়।  

আর আগে সকালে মহিউদ্দিন বাচ্চু নেতাকর্মীদের নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও নগরের বিভিন্ন মোড়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।