ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, নভেম্বর ৮, ২০২৩
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ 

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নগরের জামালখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়ের আলম আশিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোরশেদ আলম, মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি ইকবাল কায়সার, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি মো. জোনায়েদ, ডবলমুরিং ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদিন, কোতোয়ালী থানা ছাত্রলীগ প্রচার সম্পাদক সৌরভ দাশ, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, সদস্য সাদমান ওসমান সাদাফ,ওসমান খান প্রমুখ।  

এ সময় ছাত্রলীগ নেতারা বিএনপির যেকোনো অগ্নিসন্ত্রাস রাজপথে প্রতিরোধের ঘোষণা দেন ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।