ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ার ওসি নেজাম, সাতকানিয়ায় প্রিটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, নভেম্বর ১২, ২০২৩
পটিয়ার ওসি নেজাম, সাতকানিয়ায় প্রিটন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশের মীরসরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দীনকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হয়েছে। এছাড়া পটিয়া থানার ওসি প্রিটন সরকারকে সাতকানিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

 

রোববার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ বাংলানিউজকে বলেন, মীরসরাই সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দীনকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হয়েছে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকারকে সাতকানিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। নিয়মিত বদলির অংশ হিসেবে এই বদলি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।