ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টহল ভ্যানে ট্রাকের ধাক্কা, দুই পুলিশ সদস্য আহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, নভেম্বর ১২, ২০২৩
টহল ভ্যানে ট্রাকের ধাক্কা, দুই পুলিশ সদস্য আহত  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে স্ক্র্যাপবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।  

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- মেচিং চাকমা (২৬) ও সোহেল (২৮)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডের পন্থিছিলা মাজারের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহল ভ্যানকে ধাক্কা দেয় একটি স্ক্র্যাপবোঝাই ট্রাক।

এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।