ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে, ১২ কলেজ ছাত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, নভেম্বর ১৩, ২০২৩
সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে, ১২ কলেজ ছাত্রী আহত আহত ২ ছাত্রী

চট্টগ্রাম: সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ১২ ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দীন রাশেদ বাংলানিউজকে বলেন, আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।