ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নালায় মিলল বৃদ্ধের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, নভেম্বর ১৮, ২০২৩
নালায় মিলল বৃদ্ধের মরদেহ

চট্টগ্রাম: নগরীর দামপাড়ায় একটি নালা থেকে কামরুল আনোয়ার (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে দামপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

 

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) শাহজালাল চৌধুলী বাংলানিউজকে বলেন, সকালে ৯৯৯ ফোন পেয়ে আমরা ওই বৃদ্ধের বাড়ির পাশের নালা থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

 

তিনি আরও বলেন, ওই এলাকায় ভাড়ায় থাকতেন ওই বৃদ্ধ । ডিসের ক্যাবলের লাইন দেখতে বিভিন্ন সময় ছাদে উঠতেন। ধারণা করছি, তিনি হয়তো ছাদে উঠছিলেন। সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।